top of page

Ujjibon -  উজ্জীবন

মে দিবস 

নিজের আরাম-আয়েস, স্বপ্ন ও ঘুমকে বিলিয়ে দিয়ে যারা দিনব্যাপী আমাদের জন্য পরিশ্রম করেন তাদের ত্যাগের মূল্য পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের নেই। তবে হ্যাঁ, তাদের পাওনা ন্যায্য শ্রদ্ধা টুকু তাদের পৌঁছে দিতে আমরা যেন দ্বিধাগ্রস্ত বোধ না করি। এই উদ্দেশ্য কে সঙ্গে নিয়েই আমরা সকলে উজ্জীবন এর পক্ষ থেকে খেটে খাওয়া এই অক্লান্ত পরিশ্রমী মানুষ গুলোকে জানিয়েছিলাম শ্রদ্ধা ও ভালোবাসা।

দিনমজুরদের প্রতি সম্মাননা

নিজের আরাম-আয়েস, স্বপ্ন ও ঘুমকে বিলিয়ে দিয়ে যারা দিনব্যাপী আমাদের জন্য পরিশ্রম করেন তাদের ত্যাগের মূল্য পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের নেই। তবে হ্যাঁ, তাদের পাওনা ন্যায্য শ্রদ্ধা টুকু তাদের পৌঁছে দিতে আমরা যেন দ্বিধাগ্রস্ত বোধ না করি। এই উদ্দেশ্য কে সঙ্গে নিয়েই আমরা সকলে উজ্জীবন এর পক্ষ থেকে খেটে খাওয়া এই অক্লান্ত পরিশ্রমী মানুষ গুলোকে জানাই হৃতমান শ্রদ্ধা ও ভালোবাসা।

Details

While some toil away vigorously to turn their dream into reality, most of us need a little assistance, a bit of guidance to move in the right direction for which the workshop was being arranged. It was conducted by Farhana Akter, an Executive of the leadership development and teaching team of BYLC. She is also the Co-founder of Project Disha, a community service project that aims to empower unprivileged women.

Workshop By BYLC

Ujjibon, in the journey of making it’s first event a place for greater opportunities got in affiliation with Bangladesh Youth Leadership Center (BYLC)  as youth development partner. With that view of emphasising more on opportunities on the serve, ujjibon arranged an exclusive workshop by BYLC. The agenda of the workshop remains as “Leadership and Communication Skill in 21st Century” which took place on 4th July.

bottom of page